90 days paid workshop

(For beginners only)

Time – 9-10PM
Classes – 4 days per week
2 days – I teach (Mon,Tue)
2 days – Group discussion with classmates/Practice sessions(Thurs,Fri 9-10 PM)
*Recorded sessions available

1.90 days এর paid workshop এ কি শিখি আমরা?

🎯Daily life এ ইংলিশে কথা বলা। এটাই aim। যাতে সেটা বলতে পারি সেটাই ৯০ দিন ধরে করা হয়।

2.Grammar শেখানো হয়?

🎯Daily life এ কথা বলার সময় যাতে সঠিক grammar এ কথা বলা যায়, সেটা শেখানো হবে।

3.90 days এর পর আমি কি পাবো? কি পারব? কতটা পারব?

🎯এই মুহূর্তে English এ কথা বলায় নিজেকে 10 এ 1/2 দিলে, ওয়ার্কশপের পরে নিজেকে 7/8 দিতে পারবে। এতটাই improvement হবে।

4.রোজ কতটা সময় দিতে হবে?

🎯30-40 mins daily নিজের practice এর জন্যে

5.কি practice করবো?

🎯সেটা রোজ আমি দিয়ে দেব।

6.ক্লাসে না আসতে পারলে recorded session দেখতে পারবো?

🎯অবশ্যই। Website এ সব দেওয়া থাকবে সাজিয়ে। ক্লাসের পরের দিন সকালেই আগেরদিনের রেকর্ডিং পাওয়া যাবে।

7.Session মানে?

🎯Class

8.Group discussion মানে?

🎯Classmate দের সাথে নির্দ্বিধায় কথা বলা practice করা। যতক্ষণ ইচ্ছা। একটা গ্রুপে ৩-৫ জন গল্প করতে পারবে ইংলিশে। এখানে আমি থাকব না। এখানে ভাবতে হবে না ঠিক কি ভুল। শুধুই কথা বলতে হবে। ঠিক কি ভুল সেটা কীকরে বুঝবে?
সেটা ক্লাসে শিখবে।

9.Class এ কি হবে?

🎯তোমারা কথা বলবে, আমি feedback দেব। আমার যা যা শেখানোর আমি শেখাব।

10.Workshop এর পরেও কি কথা বলা practice করার সুযোগ থাকবে?

🎯হ্যাঁ, আমার চার বছর আগের স্টুডেন্টও এখনো মাঝে মাঝে প্র্যাকটিস করতে আসে। Alumni network থাকবে।

11.ক্লাসে কজন থাকবে?

🎯১৫ জন

12.আলাদা করে আমি কি attention পাব ক্লাসে?

🎯হ্যাঁ, নাহলে শেখাব কাকে? 🩷🤗প্রত্যেকের জন্য আলাদা guidance থাকবে।

13.কবে seat book করতে হবে?

🎯Ask me (whatsapp-9051522030)

14.Installment available?

🎯না। কারণ টাও বলি।

ছাত্রীদের পড়ানো শুরু করার পর তারা আমার সন্তানসম। আমি পড়াবো, বকা দেব, শাসন করব, ভালোবেসে যত্ন নেব, সব সমস্যার কথা শুনে সেগুলোর সমাধান করব।
এসবের মধ্যেই ওয়ার্কশপ চলা কালীন টাকার কথা ভাবা বা বলা আমার পক্ষে অসম্ভব। এতে পড়ানোয় ক্ষতি হতে পারে, যার impact সবার ওপর পড়তে বাধ্য। তাই এই নিয়ম একেবারেই নেই। Fee পুরোটা দিয়েই seat book করতে হবে। আশা করি আমার দিকটা বোঝাতে পারলাম🩷

❤️REVIEWS

*Google reviews

https://maps.app.goo.gl/AVdoRWW2PQCMEaXg6

*Reviews collected from 200+ students who shared feedback in facebook groups and whatsapp –

Video from ex-students

Leave a comment