আমি English বুঝতে পারি, তাহলে বলতে পারি না কেন?

আমাদের মস্তিষ্ক শব্দ চিনতে পারে খুব সহজে। বুঝতে পারার জন্য আলাদা করে খুব বেশি সময় বা পরিশ্রম লাগে না। তাই ইংলিশে কথা বুঝতে পারা তুলনামূলকভাবে সহজ মনে হয়।

কিন্তু যখন কথা বলতে যাই, তখন একই জিনিস আর মাথায় আসে না। ধারণা থাকলেও মুখে শব্দ আসে না। এটাও একদম স্বাভাবিক।

এখানেই একটা ভুল ভাবনা আমাদের শেখার পথে বাধা হয়ে দাঁড়ায়।

ভাবনা যেভাবে আসে :

“আমি তো বুঝতে পারি, তাহলে বলতে পারি না কেন? তাহলে কি আমি যথেষ্ট বুদ্ধিমান নই? এর কি আদৌ কোনো সমাধান আছে?”

এই সন্দেহগুলো, নিজের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা, নিজেকে কম বুদ্ধিমান ভাবা, এই সবকিছু মস্তিষ্কে দেয়ালের মতো কাজ করে। এতে মস্তিষ্ক ফ্লেক্সিবল থাকতে পারে না, নতুন কিছু শিখতেও চায় না। স্কুলে শেখার সময় যে ভয় বা লজ্জার অভিজ্ঞতা ছিল, সেখানেই সব আটকে থাকে।

এবার, ভাবনার ধরনটা একটু আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করি?

এইভাবে যদি নতুন করে ধারণা তৈরি করা যায় :

“এর মানে এই নয় যে আমি ইংরেজি জানি না। বরং এটা খুব ভালো খবর যে আমি বুঝতে পারি। বুঝতে পারা মানেই শেখার প্রথম ধাপ সফল। এবার পরের ধাপ হলো বলতে শেখা। প্রথম ধাপে কোনো সমস্যা নেই। এখন শুধু দ্বিতীয় ধাপে এগোতে হবে।

মানে, আমি ইতিমধ্যেই শেখার পথে এক ধাপ এগিয়ে আছি।”

*এই পোস্ট শুধু তাদের জন্য যারা প্রথমবার ইংলিশে কথা বলার চেষ্টা করছে।

©️shinysspokenenglishacademy

Basic Spoken English For Beginners

#spokenenglish#spokenenglishforbeginners#basicspokenenglish

Published by Shiny Hoque

Developing content and communities & helping build businesses.

Leave a comment