ইংলিশে কথা বলতে না পারার জন্য হীনমন্যতা?

আমরা অনেকেই ইংলিশে কথা বলতে না পারার জন্য হীনমন্যতায় ভুগি । এবং ইংরেজিতে কথা বলা শেখা যে সম্ভব সেই বিশ্বাসটাও হারিয়ে ফেলি।
অতীতের অর্থাৎ স্কুল লাইফের কিছু তৈরি হওয়া মানসিকতা এখন যদি একটু পিছনে ফিরে গিয়ে পরিবর্তন করার চেষ্টা করা হয়, কিছুটা এই সমস্যার সমাধান হওয়া শুরু হয়। এই ধারনা গুলো অবচেতন মনেই থেকে যায়। বহু বছর পরেও এর ফল ভোগ করতে হয় ব্যাক্তিগত জীবনে বা কর্ম ক্ষেত্রে।
দেখা যাক কিভাবে সেট মাইন্ড সেট ধীরে ধীরে পরিবর্তন করা সম্ভব।

আগের ধারণা:
ছোটবেলায় আমি ভালো নাম্বার পাওয়ার জন্য পড়তাম। যখন পারতাম না, আমি জানতাম ভাল নাম্বার পাবো না। সৃষ্টি হতো ভয়। বকাবকি করা হতো বাড়িতে। অপদস্ত হতে হত স্কুলে।
এখন যেভাবে ভাবনা পরিবর্তন হবে:
আমার পরীক্ষা নেই। কেউ নম্বর দিয়ে আমার মুল্যায়ন করবে না। নিজের মতো করে নিজের ইচ্ছায় শিখতে পারবো।



আগের ধারণা:
ইংলিশ ক্লাসে মনে প্রশ্ন এলে, ইংলিশেই জিজ্ঞেস করার নিয়ম ছিল। যেটা ভালো নিয়ম। কিন্তু, শিশু মন বুঝতো না এই নিয়মের গুরুত্ব। সুতরাং, প্রশ্ন করার থেকে চুপ করে থাকা ছিল নিরাপদ।
এখন যেভাবে ভাবনা পরিবর্তন হবে:
কথা না বললে আমি কথা বলা শিখতেই পারব না। ভুল হোক। শুরু করতে হবে।

আগের ধারণা:
শোনা যেত অমুক ছাত্র বা ছাত্রীকে ভালো ছেলে বা মেয়ে বলে কারণ ইংলিশে ভালো নাম্বার পেতো। অর্থাৎ আমার ধারণা হয়েছিল, সে ভালো মানে আমি খারাপ।
এখন যেভাবে ভাবনা পরিবর্তন হবে:
কেউ যদি আজ আমার ইংলিশে কথা বলার দক্ষতার ওপর নির্ভর করে আমি পড়াশুনায় খারাপ বা ভালো হিসেবে চিহ্নিত করে, তাহলে সেটা তার বা তাদের সমস্যা। এই সমাধানের দায়িত্ব আমার নয়। আমি নিজের জন্য আর ক্যারিয়ারের জন্য ইংলিশ শিখব।

  • শুধু তাদের জন্য যারা প্রথমবার অনেক সাহস করে ইংলিশে কথা বলা শেখার চেষ্টা করছে ♥️

Basic Spoken English

Spoken English for beginners

Published by Shiny Hoque

Developing content and communities & helping build businesses.

Leave a comment